নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে ইউনিয়ন পরিষদে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান বাদশা আলমগীর। গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিষদের একজন ইউপি সদস্য নৃত্য শিল্পীর সাথে যৌথ নাচ পরিবেশন করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান বাদশা আলমগীরের নাম জড়িয়ে ছেড়ে দেওয়া হয়। রিপোর্ট করেন- রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।