1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতির প্রতিকার কী? .....এম এ আলীম সরকার - এখনই সময় টিভি
May 9, 2025, 6:46 am

নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতির প্রতিকার কী? …..এম এ আলীম সরকার

Reporter Name
  • Update Time : Sunday, March 16, 2025
  • 30 Time View

ইসলাম ধর্ম, খ্রিষ্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম এবং মানবতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি আদর্শ কোনোক্রমেই নারী নির্যাতন ও ধর্ষণ ইত্যাদি কর্মকান্ডকে অনুমোদন করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার। ১৬ মার্চ রবিবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, সকল ধর্ম ও সকল আদর্শই এসব যারা ঘটায় তাদের কঠোর দণ্ডদানের নীতি ঘোষণা করে প্রাণদণ্ড ও প্রাণদণ্ড কার্যকর করার বিধান আছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের প্রতি আমাদের আবেদন যারা নারী নির্যাতন ও ধর্ষণের মত দণ্ডনীয় কর্মকাণ্ড চালায় অত্যন্ত কঠোরভাবে তাদের প্রাণদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হোক। ধর্ম ও আদর্শ সর্বজনীন কল্যাণের বিধি-বিধান দিয়ে থাকে। প্রতিটি রাষ্ট্রেই সরকারের কর্তব্য সর্বজনীন কল্যাণে তাদের কঠোর দমনে এবং কঠোর শাস্তির বিধান নির্দেশ দেয়। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো কেবল প্রতিবাদ জানিয়েই নিজেদের কর্তব্য পালন করে থাকে। আমরা আশা করি এ ব্যাপারে প্রচার, আন্দোলন ও অপরাধীদের কঠোর দণ্ডদানে কার্যকর চালানোর জন্য সরকার সক্রিয় হওয়ার জন্য সচেষ্ট থাকবে। ধর্ম ও আদর্শের বিরুদ্ধে বাংলাদেশে যে কর্মকাণ্ড চলছে, দুর্নীতি চলছে, তারই ধারাবাহিকতায় নারী নির্যাতন ও ধর্ষণ ক্রমেই বাড়ছে, এর প্রতিকারের জন্য সর্বজনীন কল্যাণে সামাজিক আন্দোলন ও দারোগা, পুলিশ এবং আইন আদালতের কর্মতৎপরতা বৃদ্ধি করা। এব্যাপারে রাজনীতিবিদদের এবং বুদ্ধিজীবীদের কঠোর তৎপরতা প্রয়োজন রয়েছে। আমরা আইনের শাসন চাই, দণ্ডনীয় সব অপরাধের শাস্তির ব্যবস্থাকে কার্যকর করা হোক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV