1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
পরানটা যে পোড়ে বইয়ের মোড়ক উন্মোচন - এখনই সময় টিভি
May 5, 2025, 9:22 pm

পরানটা যে পোড়ে বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : Sunday, February 9, 2025
  • 34 Time View

৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬টায় অমর একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ উন্মোচন মঞ্চে তুহিন খানের একক গ্রন্থ ‘পরানটা যে পোড়ে বইয়ের মোড়ক উন্মোচিত হলো। বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মঞ্জু, কবি মাহমুদুল হাসান নিজামী এবং কথাসাহিত্যিক মিলন রায় বইয়ের মোড়ক উন্মোচন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জেএসডি’র সাংগঠনিক সম্পাদক এস এম শামসুল আলম নিক্সন, হৃদয়ে পতাকা ২ মার্চ এর সভাপতি সাহানা সুলতানা, বাস্তববাদী কবি এম এ কাউসার, মানবাধিকার নেতা মনিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ, যুবনেতা মোঃ মুসা, যুবনেতা মোঃ খলিলুর রহমানসহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। বইটি প্রকাশ করেছেন মনন প্রকাশ। সোহরাওয়ার্দী উদ্যানে মনন প্রকাশনীতে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি ডটকম থেকে বইটি সংগ্রহ করা যাবে। মোড়ক উন্মোচনে কবি তুহিন খান বলেন, বইটি আমার মা, বাবা ও একমাত্র সন্তানকে নিয়ে লেখা। এছাড়াও বাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরে বেশ কিছু কবিতা রয়েছে। আমি নিজেকে কবি হিসেবে দাবি করি না, তবে পাঠক যদি আমার লেখা পড়ে তাদের হৃদয়ে কোন অনুভূতি প্রকাশ হয় সেটিই আমার স্বার্থকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV