পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যেই কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (৮ মে) তিনি ২০তম ভারত-ইরান যৌথ কমিশন বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। খবর দ্য ইকোনোমিক টাইমসের। ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকী উদ্যাপনের সময় আরাগচির এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং এই অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়সওয়াল বলেছেন, ‘ভারত-ইরান যৌথ কমিশন বৈঠকের জন্য নয়াদিল্লিতে আসা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উষ্ণ অভ্যর্থনা। ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং বৃদ্ধির একটি সুযোগ। ’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দুই দিনের সফরে নয়াদিল্লি আসছেন, তিনি ভারতের সঙ্গে ২০তম যৌথ কমিশনের বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে,২০২৪ সালের আগস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি আরাগচির প্রথম ভারত সফর।