পাকিস্তান ও ভারতের যুদ্ধবিমানের মধ্যে সংঘটিত ‘ডগফাইট’ বা আকাশযুদ্ধকে সাম্প্রতিক বিমান চলাচলের ইতিহাসে ‘সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী’ সংঘর্ষগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। সূত্র জানায়, এই সংঘর্ষটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং এতে দুই পক্ষই নিজেদের আকাশসীমার মধ্যেই থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করে—কখনও কখনও ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূর থেকেও হামলা চালানো হয়। পাকিস্তানের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘণ্টা ডগ ফাইট (সম্মুখ লড়াই) হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে ‘বড় এবং দীর্ঘ ডগ ফাইট’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি জানিয়েছেন, পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়। তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে।