1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
পিডিবিএফ এর এমডির পদত্যাগের দাবিতে প্রধান কার্যালয় ঘেরাও' মানববন্ধন - এখনই সময় টিভি
May 20, 2025, 4:15 pm

পিডিবিএফ এর এমডির পদত্যাগের দাবিতে প্রধান কার্যালয় ঘেরাও’ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Sunday, August 18, 2024
  • 180 Time View
পিডিবিএফ এর এমডির পদত্যাগের দাবিতে প্রধান কার্যালয় ঘেরাও

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা অনৈতিক কর্মকান্ড আর ঘুষ, দুর্নীতি, অনিয়মের কারণে মাঠ পর্যায়ের সদস্যদের মাঝে নানা অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের সেচ্ছাচারিতার কোন জবাবদীহি না থাকার কারণে যা ইচ্ছা তাই করছে নিজ অধিনস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে। এতে চরম ক্ষোভে ফুঁসে উঠছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর মাঠ পর্যায়ে সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এরি ধারাবাহিকতায় রবিবার অবৈধভাবে চুক্তিভিত্তিক দ্বিতীয়বার নিয়োগ প্রাপ্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক মউদুদ উর রশিদ সফদারের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন কর্মকর্তা কর্মচারীরা।

রবিবার ১৮ আগস্ট সকাল ১০ টার দিকে রাজধানীর মিরপুর শিয়ালবাড়ী রোডে অবস্তিত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর প্রধান কার্যালয় সামনে মানববন্ধনের সময়ে কর্মকর্তা কর্মচারীরা এ দাবি জানায়।

তারা বলেন, মউদুদ উর রশিদ সফদার অবৈধ ভাবে চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল সহ সকল দুর্নীতি, আর্থিক অনিয়ম, লুটতারাজ, স্বেচ্ছাচারিতা, দুঃশাসন ও বদলি বানিজ্যের দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ তদন্ত পূর্ব কঠিন শাস্তি এবং পদত্যাগের দাবিও করা হয় মানববন্ধনে। এ সময়ে মানববন্ধন থেকে নানা শ্লোগান আসতে শোনা যায় তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ভবনের প্রধান ফটক।

তারা আরো বলেন, পিডিবি এফ থেকে একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে মুক্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবীও জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।এছাড়া এমডির ক্ষমতার দাম্ভিকতা দির্ঘদীন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে ৭ জন কর্মচারীর মৃত্যু হয়েছে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।

বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানের ৪ হাজার কর্মকর্তা কর্মচারী এমডির অমানবিক নির্যাতনের মধ্য দিয়েই দীর্ঘদিন যাবত দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে বাধ্যহয়ে চাকরি করছেন তারা। এর থেকে পরিতানের আশু হস্তক্ষেপ কামনা করেন কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। মানববন্ধন থেকে আরও জানানো হয়, আগস্টের ৫ তারিখ থেকে অফিস না করে আত্মগোপনে থেকে তার বিশ্বস্ত লোক দিয়ে অফিসের ফাইল পত্র বাসায় নিয়ে স্বাক্ষর করেন তিনি।  যাহা আইনের পরিপন্থী এমন্ত অবস্থায় এমডি পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা মানববন্ধনে অসংগ্রহন কারিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV