প্রবাসিদের যথাযথ সম্মান দেওয়া ওঅবৈধ পথে টাকা না পাঠানোর নির্দ্দেশ সরকারের প্রবাসিরা দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ্এবং বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় সেই প্রবাসিরা দেশের মাটিতে এসে শান্তিতে থাকতে পারে না ।।আর অবৈধ পথে টাকা পাঠানোর ফলে দেশ হারাচে্ছ রেমিটেন্স ।