সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’ এর উদ্যোগে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ শতাধিক বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছে। গেল ২৪ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত এই ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রম শুরু করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
জানাযায়, ফেনীর যেসব জায়গায় এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি সেসব এলাকার বন্যার্তদের মাঝে সংগঠনের সদস্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। গতকাল ফেনীর দাগনভূঞার বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্রে গিয়ে খোঁজ খবর নিয়ে ত্রাণ সহায়তা প্রদান করেন। ফেনী টিমে কাজ করে চৌধুরী মারুফ হোসেন, জুনাইদ খান ও নকীব ইব্রাহিমসহ ১০ জন।
এদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের অত্যন্ত অঞ্চলে বন্যায় প্লাবিত এলাকার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন রাইট টক বাংলাদেশ। এসময় বানভাসীরা দাবি করেন, এসব অঞ্চলে এখন পর্যন্ত এই সংগঠন ছাড়া কেউ ত্রাণ সহায়তা নিয়ে আসেনি। তারা ২ দিন না খেয়ে ছিল।
তারা আশা করেন, বাকিরা দ্রুতসময়ে এগিয়ে আসবেন। এই টিমে কাজ করেন ফাতেমা আক্তার রুমা ও মো. সোহানসহ ১৫ জন।
নোয়াখালী জেলার সেনবাগের বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে বলে জানান রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ।