1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
বাজিতপুর জেলা দাবিতে অষ্টগ্রামে মতবিনিময় সভা - এখনই সময় টিভি
May 20, 2025, 4:12 pm

বাজিতপুর জেলা দাবিতে অষ্টগ্রামে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, April 30, 2024
  • 174 Time View
সম্প্রতি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব বরেণ্য পানি বিজ্ঞানী ড. রাস বিহারী ঘোষের আহ্বানে ও অষ্টগ্রাম সদর ইউনিয়নের উদ্যোগে এই সভা আয়োজিত হয়। আতিকুর রহমান ও সঞ্জয় দাসের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বাঁধন দাস, বয়জ্যেষ্ঠ রসুল ভূইয়া সঞ্জিত দাস, সদর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষেরা। উল্লেখ্য, ড. ঘোষের নেতৃত্বে দীর্ঘ ৪ বছর ধরে কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অষ্টগ্রাম উপজেলার মানুষদের সম্পৃক্ত ও তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা জানান, ৬ উপজেলা নিয়ে বাজিতপুরকে জেলা করার দীর্ঘ ৭৫ বছরের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যতে দাবি আদায়ের লক্ষ্যে সকল কর্মসূচিতে বক্তারা উপস্থিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ড. ঘোষ সাইন্স এন্ড টেকনোলজি ইনষ্টিটিউট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV