ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে জেলার দর্শনীয় পর্যটন স্পটগুলোতে। জেলা শহরের হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে কোথাও রুম খালি না পেয়ে পথে পথে ঘুরে বেড়িয়েছেন পর্যটকেরা। চাপ সামলাতে রাতযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয় জেলা স্টেডিয়ামের প্যাভিলিয়নও। সরেজমিন ঘুরে জেলা সদরের দর্শনীয় পর্যটন স্পট নীলাচল, মেঘলা, প্রান্তিকলেক, চিম্বুক, ডাবল হেন্ডস ভিউ, টাইটানিক ভিউ পয়েন্ট, বুড্ডিস্ট ট্যাম্পলসহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভিড় দেখা গেছে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। প্রকৃতির কাছাকাছি নির্মল ছায়ায় ঘুরে বেড়াতে অনেকেই ছুটে গেছেন রহস্যময় দর্শনীয় স্থান দেবতাখুমসহ দূর-দূরান্তের পাহাড়-পর্বতে।
Leave a Reply