ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে—ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে। রোববার ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল জানান, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বিষয়ে কোনো চাপ দেয়নি। জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের (আইইপি) মহাসচিব ইঞ্জিনিয়ার আমীর জমিরের নেতৃত্বে এই প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বৈঠকে পানি-সম্পর্কিত প্রকল্পের অগ্রাধিকার দেওয়া, ভারতের পানি আগ্রাসনের জবাব, ও ডায়ামার-ভাশা বাঁধসহ জলসম্পদ প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়নের কথা বলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী।