অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরও চারটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর ফলে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা সাতে দাঁড়িয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন দুটি ভূপাতিত করেছে এবং আধুনিক ই ডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও দুটি জব্দ করেছে দেশটি। এর আগে, নিরাপত্তা বাহিনী বার্নালা, শকরগড় এবং কোটলি সেক্টরে সাঁজোয়া ড্রোন হেরনসহ তিনটি ড্রোন ধ্বংস করেছে।