ফ্যাসিবাদ পতনের পর আওয়ামী দোসরা এখনো নানা জায়গায় ঘাপটি মেরে আছে। সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক।
এসময় তিনি নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা, ৫৪” -এর যুক্তফ্রন্টে চার নেতার এক নেতা, এদেশে ইসলামী রেনেসাঁর অগ্রদূত মজলুম জননেতা শায়খুল ইসলাম মাওলানা আতহার আলী রহ-এর বিরুদ্ধে বিষোদগার ও বিরুপ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে আওয়ামী প্রেতাত্মা ফজলুর রহমানকে তার মন্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসময় আরো বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তফাজ্জল হক আজীজ, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও ব্যাংকার মাওলানা রেজাউর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগঠন সচিব মাওলানা সুলতান মহিউদ্দিন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আজিজ চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি হাকিম মাওলানা মিজানুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব মাওলানা শাহ্ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগঠন সচিব মাওলানা আনোয়ার হোসেন আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য আমির আলী ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা,কৃষক দলের সহ সাধারন সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান লিটন, মুসলিম সমাজের সভাপতি মাসুদ আহমদ প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান।