যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির ‘পুরোপুরি বিলুপ্তি’ চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘এটি ছেড়ে দাও, না হলে পরিণতি ভোগ করতে হবে’।এর জবাব হিসেবে ইরানের পরমাণু শক্তি সংস্থা (AEOI)-এর মুখপাত্র ও উপপ্রধান বেহরুজ কামালভন্দি বলেছেন, ‘পশ্চিমা চাপের কাছে ইরান নতিস্বীকার করবে না এবং মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না’।বেহরুজ কামালভন্দির মতে, ইরান তার অধিকার রক্ষায় দৃঢ় ও অটল রয়েছে। তবে যদি তার অধিকার সম্মানিত হয়, তাহলে দেশটি আবারও যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (JCPOA) প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত।