যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেভ শাপিরোও রয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শাপিরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। গ্রুপটির ক্লায়েন্টদের তালিকায় রয়েছে সাম ৪১, স্টোরি অব দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ভেইলের মতো রক ব্যান্ড। দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাদা ব্যান্ডের সাবেক ড্রামার ড্যানিয়েল উইলিয়ামসও এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ফেডারেল কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ছয়জন ছিলেন এবং সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে মারফি ক্যানিয়ন পাড়ায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং ১০ জন ক্ষতিগ্রস্ত হয়।