দু-দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত-পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই ‘দা-কুমড়ো’ প্রতিবেশী। দুই দেশের সীমান্তেই যুদ্ধের দামামা। সেনা-নৌ-বিমান; তিন বাহিনীই প্রস্তুত। আরব সাগরে রণতরী, ক্ষোপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় যুদ্ধবিমানের মহড়া। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা। চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে শলাপরামর্শে অস্থির দুপক্ষই। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও এমন সাজসাজ রব ওঠেনি দুই ভূ-খণ্ডে। সবমিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত-পাকিস্তান সীমান্তে। মঙ্গলবার বিকালে জম্মু-কাশ্মীরের ‘সুইজারল্যান্ড’খ্যাত পর্যটনসমৃদ্ধ অঞ্চল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জনের নিহত হওয়ার ঘটনা থেকেই এই ‘যুদ্ধংদশা’। বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করছে ভারত। প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ডন, এএনআই।