1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর মৃত্যুর কারণ জাতির সামনে ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে: মঞ্জুর হোসেন ঈসা - এখনই সময় টিভি
May 19, 2025, 10:21 pm

যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর মৃত্যুর কারণ জাতির সামনে ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে: মঞ্জুর হোসেন ঈসা

Reporter Name
  • Update Time : Monday, February 3, 2025
  • 25 Time View

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি ঘুরিয়ে নেয়ার জন্য কুমিল্লায় যৌথ বাহিনী যুবদল নেতা তৌহিদুল ইসলামকে নৃশংস ও নির্মমভাবে হত্যা করেছে। যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত তাদের অবস্থান জাতির সামনে ৭২ ঘন্টার মধ্যে পরিস্কার করতে হবে। তা না হলে আগামী ৭২ ঘন্টা পর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হবে। তিনি বলেন, একদিকে যুবদল নেতাকে হত্যা করা হচ্ছে, অন্যদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে মিছিল ও লিফলেট বিতরণ করছে। এটি কিসের আলামত জাতি জানতে চায়। আওয়ামী দোসররা এখনও সব জায়গায় ঘাপটি মেরে আছে। তারাই বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে দেশকে অস্থির করে তুলছে। গত ১৬ বছর যারা গুম-খুনের শিকার হয়েছিল তাদের পরিবাররা এখনও তাদের স্বজনদেরকে ফিরে পায়নি। অন্যদিকে খুনের বিচারও পায়নি। এর কারণ প্রশাসনের আওয়ামী দোসররা প্রভাব বিস্তার করছে। তৌহিদের বিধবা স্ত্রী ও অসহায় চার শিশুর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। ভবিষ্যতে আমরা রাজপথে কিংবা সমাজে এভাবে কোন সাধারণ মানুষ হত্যাকান্ডের স্বীকার হবে সেই দৃশ্য দেখতে চাই না। জাতিকে ঐক্যবদ্ধভাবে সকল দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পরদিন যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে ২ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা জাকির হোসেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV