পর্নো তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় নিউ ইয়র্কের আদালতে ৩৪ অভিযোগের সবগুলোতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তার সমর্থকরা।
ট্রাম্প-পন্থি ওয়েবসাইটগুলোতে দাঙ্গা, বিপ্লব এবং হিংসাত্মক প্রতিশোধ নেওয়ার ডাক দিচ্ছে তারা। অনেক সমর্থক এও বলেছেন যে, ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়া এটাই প্রমাণ করেছে যে, আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে; এখন কেবল সহিংস কিছু করাটাই দেশকে বাঁচাতে পারে।
ছয় সপ্তাহের বিচার শেষে ১২ জুরি দুইদিনের আলোচনার পর বৃহস্পতিবার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। ট্রাম্পই দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায় আসার পরই তার সমর্থকরা অনলাইনে হিংসাত্মক ভাষায় সব পোস্ট দিতে শুরু করেছে। ট্রাম্প সংশ্লিষ্ট তিনটি ওয়েবসাইট- ট্রুথ স্যোশাল, প্যাট্রিয়টস ডট উইন এবং গেটওয়ে পন্ডিতের মন্তব্য খতিয়ে দেখে বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে।