1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
  2. admin@facfltd.com : facfltd :
রিফাত মাহবুব সাকিবের আলোকহীন বৃষ্টি, গ্রীণ হাইটস এবং জুট বইয়ের মোড়ক উম্মোচন - এখনই সময় টিভি
March 12, 2025, 11:20 am

রিফাত মাহবুব সাকিবের আলোকহীন বৃষ্টি, গ্রীণ হাইটস এবং জুট বইয়ের মোড়ক উম্মোচন

Reporter Name
  • Update Time : Monday, February 17, 2025
  • 13 Time View

১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বিকাল ৩:৩০ মিনিটে অমর একুশে বই মেলার গ্রন্থ উম্মোচন মঞ্চে বিশিষ্ট ব্যাংকার, গবেষক ও লেখক রিফাত মাহবুব সাকিবের ৩টি বইয়ের মোড়ক উম্মোচিত হয়।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ড. প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বিশিষ্ট লেখক, কবি মাহমুদুল হাসান নিজামী বিশিষ্ট শিক্ষাবিদ ডিরেক্টর মটস এর জেমস গোমেজ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম মনির, বিশিষ্ট সঞ্চালিকা নিপা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বইয়ের মোড়ক উম্মোচিত হয়। এই সময় বইয়ের প্রকাশক এবং পরিবেশক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বইটি বুক হাউজ থেকে প্রকাশিত হয় এবং প্রান্ত প্রকাশন এর ৭৪৯ ও ৭৫০ স্টল থেকে পরিবেশিত হয়। রিফাত মাহবুব সাকিব ইতি পূর্বে আরো অনেক গবেষণামূলক বই লিখেছেন। তিনি বলেন, আলোকহীন বৃষ্টি আমার একটি উপন্যাস একজন প্রতিবাদী নারীকে এখানে তুলে আনা হয়েছে। গ্রীণ হাইটস এবং জুট ২টি বই গবেষণামূলক।
তিনি পাঠকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার বই ৩টি পড়ে যদি কোন ম্যাসেজ পান সেখানেই আমার স্বার্থকতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV