বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে রুমা উপজেলায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ফলে রুমা উপজেলা ছাড়া জেলার অন্য ছয়টি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। * বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর গোলাগুলি চলছে। র্যাব জানায়, বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ-সংলগ্ন এলাকায় আজ ভোরবেলা থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে। * পুলিশ মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘রাজনৈতিক বিশৃঙ্খলা ও জঙ্গিবাদসহ আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আন্দোলনের নামে যারা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করে তাদের কঠোর হাতে দমন করা হবে।