অন্তর্বর্তী সরকারের জোর প্রচেষ্টার পর ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে তালিকা চূড়ান্ত করেছে মিয়ানমার সরকার। তবে ঠিক কবে নাগাদ এই রোহিঙ্গারা দেশে ফিরতে পারবেন তা নিয়ে শঙ্কা থাকছেই। কেননা, রোহিঙ্গাদের আবাসস্থল রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেই মিয়ানমার জান্তার হাতে। রাজ্যটির বেশিরভাগ এলাকা এখন নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। যারাই এখন রোহিঙ্গা প্রত্যাবাসনে পথে বড় বাধা, বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডে-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা তৌহিদ রোহিঙ্গা প্রত্যাবাসনে এই বাধার কথা জানান। অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সংকটের কথাও উল্লেখ করে এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থানকে ‘দ্বিধাগ্রস্ততা’ হিসেবে অবহিত করেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে এই অগ্রগতির পথে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করেন।