লক্ষ্মীপুর সদর উপজেলার আলীপুর নূরানি হাফেজিয়া মাদ্রাসায় ৮ বছর বয়সি এক ছাত্রকে বেত্রাঘাতের একটি ভিডিও বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৩৫ সেকেন্ডের ভিডিওটির প্রথম ২৩ সেকেন্ডে ওই শিশুকে ২১টি বেত্রাঘাত করতে দেখা গেছে। পুরো ভিডিওটিতেই শিশুটি কানে ধরে ছিল। বেত্রাঘাত করার সময় শিক্ষক শিশুটিকে কান ধরে ওঠবস করতে বলতে শোনা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক মো. মাসুম পলাতক রয়েছেন। তিনি ভবানীগঞ্জ ইউনিয়নের কালভার্ট এলাকার বাসিন্দা। শনিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। মোবাইল ফোনেও সংযোগ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষ মীমাংসা করে ফেলেছে। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থায় নেওয়া হয়নি। নাম প্রকাশ না করা শর্তে দুজন শিক্ষক জানান, সোমবার বেত্রাঘাতের ঘটনাটি ঘটেছে। শিশুটি পড়ালেখায় অমনোযোগী ছিল। এজন্য মাসুম তাকে শাস্তি দিয়েছেন। মাসুম নিজেই অন্য এক শিক্ষার্থীকে দিয়ে ভিডিও করিয়েছেন। তবে কিভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে তা কেউ বলতে পারেননি।