1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে ‘সীমান্তের ওপারে’ বইটি উৎসর্গ করা হয় | Lion Gani Miah Babul - এখনই সময় টিভি
May 9, 2025, 2:06 pm

লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে ‘সীমান্তের ওপারে’ বইটি উৎসর্গ করা হয় | Lion Gani Miah Babul

ফয়সাল শেখ
  • Update Time : Sunday, July 14, 2024
  • 111 Time View

বিশিষ্ট কবি ও লেখক সাহেদ বিপ্লব সম্পাদিত সম্প্রতি প্রকাশিত এই বইয়ে দেশের বরেণ্য ১২ জন কবির সমসাময়িক বিষয় নিয়ে ১৯৯ টি কবিতা রয়েছে। উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করে আসছেন। তিনি কবি সংসদ বাংলাদেশ-এর স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও সাবেক সফল সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, নিরাপদ সড়ক চাই এর যুগ্ম – মহাসচিব। ৯ জুলাই (সোমবার) সন্ধ্যায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উৎসর্গকৃত বইটি লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন, কবি সাহেদ বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের-এর নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম। এ সময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, কবি-সাহিত্যিকরা মানবতার কল্যাণে কাজ করেন। প্রযোজনা উপদেষ্টা: মনসুর রহমান পাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV