সঞ্চালক: লায়ন মোঃ গনি মিয়া বাবুল, যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা)। জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে ১ অক্টোবর (মঙ্গলবার) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, নিসচার চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নিসচার কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় মহাসচিব এস এম আজাদ হোসেন, যুগ্মমহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ প্রমুখ। প্রযোজনা উপদেষ্টা: সালাম মাহমুদ।