1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
শ্রমিক ও মালিকের পারস্পরিক অংশীদারিত্বে নতুন বাংলাদেশ বিনির্মানের আহবান জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী - এখনই সময় টিভি
May 5, 2025, 9:53 pm

শ্রমিক ও মালিকের পারস্পরিক অংশীদারিত্বে নতুন বাংলাদেশ বিনির্মানের আহবান জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

Reporter Name
  • Update Time : Monday, May 5, 2025
  • 3 Time View

কবি,সমাজবিজ্ঞানী, শিকড়সন্ধানী ও জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী শ্রমিক ও মালিকের পারস্পরিক অংশীদারিত্বে নতুন বাংলাদেশ বিনির্মানের আহবান জানিয়েছেন। ৫ মে ২০২৫ বিকেল ৪টায় রাজধানীর ক্র্যাব মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার সোসাইটি আয়োজিত ‘শ্রমিক  অধিকার : সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। উদ্বোধন করেন দৈনিক সচেতন বাংলাদেশের সম্পাদক মো. ইব্রাহীম খলিল। বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান মিল্কি, চিত্র পরিচালক শেখ সাইদুর রহমান সাইদ, দৈনিক মুক্তির লড়াই সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, মানবাধিকারকর্মী মঞ্জু ইশা প্রমুখ।

বিচারপতি মীর হাসমত আলী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হলে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আলাদা আন্দোলন করতে হবে না।

অধ্যাপক ড. মু.নজরুল ইসলাম তামিজী বলেন, ‘শ্রমিক ও মালিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। টেকসই উন্নয়নের জন্য শ্রমিক শ্রেণির ভুমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” তিনি আরো বলেন, জাতীয় মানবাধিকার সোসাইটি শ্রমিকদের অধিকার রক্ষায় সদা সোচ্চার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV