1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর ফাঁসি চাইলেন শামিমুন নাহার - এখনই সময় টিভি
May 18, 2025, 7:23 pm

সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর ফাঁসি চাইলেন শামিমুন নাহার

Reporter Name
  • Update Time : Tuesday, October 8, 2024
  • 54 Time View

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আমেরিকান প্রবাসী শামিমুন নাহার তার ছেলের হত্যাকারীর মাস্টারমাইন্ড সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুসহ খুনীদের ফাঁসির দাবি করে সাংবাদিকদের বলেন, আমার নাম শামিমুন নাহার, আমার পিতা: রশিদ উদ্দিন আহমেদ, সাবেক সচিব, সেফটি অ্যান্ড ডেভলপমেন্ট ওয়াশিংটন। আজকের এই জরুরী প্রেস কনফারেন্স করছি। আমার জীবনের নিরাপত্তা নেই। আমার দুই ছেলে আমেরিকাতে জন্ম এবং লেখাপড়া ওখানেই শেষ করছে। আমার বড় ছেলেকে হত্যা করা হয়েছে, আর এ কারণেই আমাকে ঢাকায় আসতে হয়েছে। ২০১৯ সালে এনিভার্সারি মার্কেট প্রাইস পিপলস দেখে আমার ছেলে আমার যখন একটার পর একটা ফ্যামিলি মেম্বার কে খুন করা হচ্ছিল। একটা প্রজেক্ট এসেছিল রোহিঙ্গাদের কাজ এবং এই যে স্টুডেন্টদের অনেক কম ছিল ইউনিভার্সিটি থেকে শুরু করে আইসিএসে স্কুল সামাজিক কাজের মধ্যে লিপ্ত ছিল এই জিনিসগুলো এইখানে যারা আনকালচার নট এডুকেটেড ওদের চোখে লাগে তারা আমার চেপে ছেলে পেছনে লেগে যায় আমার কাছে কথা আসে যে আমার ছেলেকে যে কোন মুহূর্তে খুন করা হবে। ২০০৬ সালে তাদের তত্ত্বাবধানে ছিল তারপরে কি হলো আমার ছেলেকে একটা মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করলো, আমার ছেলে দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসেন চলে আসাটাই হয়ে গেল তার জন্য অন্যায় যে মাকে যে আমি এখানে তৎকালীন ক্ষমতাসীন সরকার দলীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছোট বোনের হাজবেন্ডের বন্ধু তার হাত ধরে আমাদের বাড়িতে থেকে আসা যাওয়া এবং এর মধ্যে আমার বোনকে আমার পরিবারের সব বেশিরভাগ সদস্য কে মাদক যত রকমের নেশাদ্রব্য জিনিস আমাকে নিয়ে মেয়েকে চলে গেলাম তো এদেরকে মার্বারী কন্ট্রোল করল এরপর অন্য সম্পত্তিগুলো কন্ট্রোল করলেই নিস্তার ট্রেনিং ওভারে বেআইনিভাবে ভুয়া দলিল করে না নিয়ে অন্য নাম দিয়ে শুরু করল আমি বহুবার বলেছি আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমি চাচ্ছি সেটা হলো আমার ছেলে মানে যে আসলো সিক্স উইকস পরে মায়ের সাথে দেখা এই যে ছয় সপ্তাহের ভিতরে দুটো ঘটনা ঘটে বলে আমি আমি ইন ফ্রন্ট অফ আমাদের সামনে বলব তার মধ্যে মা হিসেবে দেখানো হয়েছে আমাকে না এখানে এক মহিলার নাম আছে নওরিন সব জায়গাতে তার মধ্যেও এই ঘটনাগুলো সহ আরও যাদের নাম দিয়েছে এগুলো বিস্তারিত আমি সামনাসামনি আমার রিপোর্ট দেখে বলব একটু প্রবলেম হয়ে গেছে ভদ্র কাজ করবে টেনশন হচ্ছে টু গেট আওয়ায় অনারেবল চিফ আদ্ভিসের ডক্টর ইউনুস ইস ভেরি ক্লোজ ইট আওয়ায় হিলারি ক্লিনটন আমি নিজেও ইউএসডি মার্কেট প্রাইস এন্ড অল্সো আই এম ইন পলিটিক্স তার সাথে দেখা করতে চাচ্ছি আমার ছেলের ব্যাপারে আরো অনেকগুলো ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট ইউএস এম্বেসি অল হিউম্যান রাইটস অর্গানিজেশনস ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এন্ড এভরিওয়ান আমি অনেক আর বাকি কথাটা শেষ কথা হচ্ছে প্রত্যেক পরিবার হচ্ছে একটি টিউশন পরিবারের ইয়াবা হিসাবে আমরা পরিবারকে ভালোবাসি ভাইবোনের মধ্যে প্রবলেম থাকতে পারে ভাইবোনের মধ্যে থাকতে পারে কিন্তু সেগুলো কে এমানি হাতিয়ার করে যারা আমার বাপ দুনিয়াতে বাচা পর্যন্ত আমার আমি ছাড়া বাপ কিছু বুঝিনি আমি সেই আমাকে বাদ দিয়ে তারা হচ্ছে চক্র একটা সিন্ডিকেট তৈরি করে আমাকে হত্যা করার করার চেষ্টা করেছে আমার বাড়িতে লুটপাট করেছে কিছুদিন আগে আমার বাড়িতে সাড়ে ৫ কোটি টাকার উপরে গয়নাগাটি চুরি সিসি ক্যামেরা কেটে খুন করল আমাকে ১৯ ৯ ২০০০ ২৪ ইং তারিখে একদম ছুরি নিয়ে আমাকে আমার বুকের মধ্যে যখন ব্যথা করতে আসে আমি যখন হাত দিয়ে প্রটেক্ট করি তখন আমার হাতে খিচুড়িটা পরে আমার পিছনে এমনভাবে বাড়ি মারা হয় অলরেডি হ্যাভ ব্রোকেন হার্ট আই ওয়ান্ট টু সি যে আমরা সবাই বাঁচার অধিকার আছে আমি মাহি অনেক কষ্ট করে এই ব্যানার তৈরি করেছি পতিত ছবি আমার জন্য অনেক কষ্টের গান আমার বাচ্চাকে যেভাবে খুন করেছে এবং বাচ্চাকে খুন করে তার পিছন দিকে চাপ দিয়েছিল সেগুলো সেলাই করা হয়নি সেটা থেকে তার পেছন থেকে তার পেটে লিভার কিডনি তারপরে এমনি কি বলল আমাদের হুজুর দেয় তার বাবাকে বাবা কোথায় কিন্তু বাবা বাসায় নাই জানতে পারলাম যখন অর্থ কিছু রিপোর্ট আসলো অতসী রিপোর্ট এর মধ্যে বাবার নাম কি বাবা একটা ভিডিও করে নি টোটাল ব্যাপারটা আমি সামারাইজ করছি এভাবে একটা স্পেশাল ফ্যামিলি এজন্য বলছি মাই ফাদার ইজ ভেরি হার্ড রিসট ইন্ডিভিজুয়াল তার কিছুটা হলেও হওয়ার চেষ্টা করার চেষ্টা করেছে আমি এটা আমার ভাইদের করা উচিত ছিল সেটা করেনি বলে ওটা আমার দোষ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে তো আমি অন্যায় প্রতিবাদ করি আমি মানুষকে কষ্ট দিতে অকারণে যদি কেউ কাউকে হার্ড করে তাদেরকে আমি ডিস্টার্ব করি অ্যান্ড এটুকু বলে আমি শেষ করছি যে আমাদের এই নতুন বাংলাদেশ আমাদের যে যে বৈষম্যময় ছেলেপেলে যারা আমাদের দেশকে স্বাধীন করেছে নতুন বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশকে দেখতে গেলে নতুন হয়েছে চিন্তা করতে হবে এইসব মানুষ যারা ছবি আমার এখানে আছে তাদের সকলেরই আমি হত্যার বিচার চাই এবং নির্যাতন চলেছে আমার আজকে ১৫ বছর ধরে এই নসরুল হামিদ বিপু প্রত্যেকটা কাজে সহযোগিতা জড়িত তাদের বিচার চাই আর সাথে আমাদের জানান সংশ্লিষ্ট যারা আছেন তাদের এটেনশন চাই আমেরিকান এম্বেসি ইজ ভেরি মাচ মানে কি বলবো যেখানে আমাদের আমেরিকান এম্বেসি আমাদেরকে আসতে দিবে কিনা বাট আমার বাংলাদেশ আমি জন্ম হয়েছি এখানে নয় বছর বয়সে তিনি দেশের জন্য আমি কাজ করার জন্য আগ্রহী আমার ছেলের কবর এখানে বাবা-মার কবরের কানে আপনারা আমাকে হেল্প করবেন আমি রিপোর্টার বাড়িতে থাকুন বলছি যে আমার মত যেন কোন মা এরকমভাবে কষ্ট না পায়। পরিশেষে আমি আমার সন্তানের হত্যাকারী নসরুল হামিদ বিপু, বেলাল, নরীন, মাহবুব, আসিফ, ডেইজি, হেলাল, জেসমিন, ফারহাদ, সাহারিয়ার দের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV