সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির পর পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা হটলাইনে আলোচনা করেছেন। এই আলোচনায় সীমান্ত ও অগ্রবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, উভয় পক্ষ গুলি ছোড়া ও আগ্রাসী আচরণ পরিহার করার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘটিত যুদ্ধবিরতির পর এটি দুই দেশের মধ্যে প্রথম সামরিক যোগাযোগ। ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে এই আলোচনা এমন একটি প্রতিশ্রুতি ঘিরে হয়েছে যে, কেউ কারও ওপর গুলি চালাবে না এবং কোনো আগ্রাসী পদক্ষেপ নেবে না। এই অগ্রগতি শনিবারের যুদ্ধবিরতির পর এসেছে, যা পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক দিনের তীব্র লড়াইকে বিরতি দেয়। গতরাতে কোনো বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রোববার ছিল সাম্প্রতিক দিনগুলোর মধ্যে সীমান্তে প্রথম শান্তিপূর্ণ রাত। শনিবারের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারতীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ শুরু করে, যেখানে পাকিস্তানি বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার জবাব দেয়া হয়। এতে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং বহু মানুষ আহত হন।