1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - এখনই সময় টিভি
May 20, 2025, 4:13 pm

সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Thursday, December 5, 2024
  • 38 Time View
সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের পতন ঘটলেও তার পেতাত্বারা গোপনে দেশের মাঝে সামাজিক এক অস্তিরতা তৈরি করছে বলে অভিযোগ সাধরন নাগরিকদের, এদিকে অন্তর্বতীকালীন সরকার প্রধান মুহাম্মদ ইউনূস সকল রাজনৈতিক দলে নেতার আহবান জানিয়ে বলেন, যাতে কেউ দেশের ভিতর সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে না পারে তার আহবান জানিয়ে সকলে সহযোগিতা কামনা করেন।

তারই ধারা বাহিকতায়, সোসাইটি অব এনলাইটেন্ড পিপলের উদ্যোগে, জন সচেতনতার লক্ষে, সামাজিক অস্তিরতা ও নাগরিক ভাবনা নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করেন।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় মিরপুরের কাফরুল থানাধীন হাজী আলী হোসেন রোড বাইশটেকী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোঃ তাসবির লসকরের সঞ্চালনায়, মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুর রহমান মুসা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লসকর মোঃ তাসলিম, মোঃ নিজাম উদ্দিন, মোঃ খলিলুর রহমান, এডভোকেট ওয়াদুদ, মোঃ হাসান ও প্রমূখ ।

আলোচনা সভায় লসকর মোঃ তাসলিম বলেন, গুজবের জন্য আজ দেশে অস্তিরতা সৃষ্টি হয়েছে। এটা থেকে আমাদের বের হতে হবে। ভারতের কিছু মিডিয়া আমাদের দেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে। এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

আজ আমাদের এ স্বাধীনতা আনতে অনেক যুদ্ধো করতে হয়েছে। আমারা এটা কাউকে ছিনিয়ে নিতে দিবো না। ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে এ ওয়ার্ডের কমিশনার হিসেবে নির্বাচন করতে বাধা প্রদান করা হয়েছে এবং আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে,ফ্যাসিস্ট আওয়ামীলীগ, ছাত্রলীগ, ও যুবলীগের নেতাকর্মীরা আমি এই অনুষ্ঠানে মাধ্যমে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার অনেক কাছের মানুষকেও নির্যাতিত হতে হয়েছে। কারা বন্দি হতে হয়েছে।

৫ আগস্ট এর পর থেকে অন্তবর্তী কালীন সরকারের আমলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।

তিনি আরো বলেন, সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের মতবিনিময় সভা, সামাজিক অস্থিরতা ও নাগরিক ভাবনা এই মত বিনিময় সভা থেকে এটাই শেখা উচিত এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে এবং একটি সুন্দর ও সু-শৃংখল সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে হবে।

তাসলিম বলেন, আমরা ৫ আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধিনতা পেয়েছি, এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের আবারও ভোটের যুদ্ধে জয়ী হতে হবে। তা হলেই আমারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করার সার্থকতা পূর্নতা পাবো।

আগামী নির্বাচনে যারা ন্যায়ের পথে থাকবে এবং সত্যের পথে থাকবে, আমারা তাদেরকে ভোট দিয়ে জয়ী করবো। এবং সুন্দর একটি সরকার উপহার দিবো। তাহলেই আমাদের এই যুদ্ধের জয়ী হওয়া সার্থক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV