পেহেলগাঁওকাণ্ড নিয়ে গত কয়েকদিন ভারত পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য স্থানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান৷ এতে দেশটির অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এই হামলার পর দুই দেশের উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পায়। বিরোধপূর্ণ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ মে) ভারত দাবি করে তাদের জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং রাজস্থানের তিনটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও ইসলামাবাদ এ দাবি প্রত্যাখ্যান করেছে। এসবের মধ্যেই ভারতীয় মিডিয়ায় পাকিস্তানের ভারতের পালটা হামলা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাপক গুজব ছড়ানো শুরু হয়।