বাংলাদেশ বুক ক্লাব’র উদ্যোগে ১লা ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, সকাল ৮ টায়, ভাষা শহীদ স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বেলুন উড়িয়ে ২৯তম বই দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ বুক ক্লাব’র সভাপতি, প্রাক্তন রাষ্ট্রদূত ও সচিব মসয়ূদ মান্নান এনডিসি। বক্তব্য রাখেন- বুক ক্লাব’র অন্যতম উপদেষ্টা প্রফেসর ড. সেলিমা সাঈদ, মহাসচিব সালাহউদ্দীন কুটু, সঙ্গীত শিল্পী জামিউর রহমান লেমন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান বিজু। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, কে. এ. এস চয়ন রাজা, মেরিনা সাঈদ প্রমুখ। মাসব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, শিশুদের ছড়া, কবিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিষয়ভিত্তিক আলোচনা, সাহিত্যানুষ্ঠান ইত্যাদি।
উল্লেখ্য যে, দেশের সকল স্তরের মানুষের মধ্যে পাঠোভ্যাস সৃ্ষ্িটর লক্ষে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ বুক ক্লাব’র উদ্যোগে প্রতিবছর রক্তস্নাত ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে বই দিবস পালিত হয়ে আসছে।
Leave a Reply