1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
৪০তম বিজয় উৎসব ২০২৪ এ ইন্নার ছইল ডিষ্টিক ৩২৮ বাংলাদেশের শেরাটনে অনুষ্ঠিত হয় - এখনই সময় টিভি
May 20, 2025, 4:11 pm

৪০তম বিজয় উৎসব ২০২৪ এ ইন্নার ছইল ডিষ্টিক ৩২৮ বাংলাদেশের শেরাটনে অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : Saturday, October 5, 2024
  • 79 Time View

নিজস্ব প্রতিবেদক:  ৪০তম বিজয় উৎসব ২০২৪ এ ইন্নার ছইল ডিষ্টিক ৩২৮ বাংলাদেশের শেরাটনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ইন্নার হুইল কজমপলিট্রন একটি দাতব্য কাজের প্রজেন্ট পরিচালনা করে।

প্রজেক্ট ডিটেইলস- মেঘনাপাড় ধীবর স্কুলটি ২০০৮ এ লক্ষ্মীপুর জেলায় মজু চৌধুয়ির হাঁটে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে জেলের ছেলেদের প্রাথমিক স্কুলে প্রবেশের অনুমতি ছিলনা।। কারণ, জেলেরা শিক্ষিত হোক কেউ চায়নি, অপরদিকে জেলেদের ভাবনা ছিল “মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন”। অনেক কাঠখড় পুড়ানোর পর এখন এই শিক্ষার্থীরা এখান থেকে পড়ে মাধ্যমিক স্কুলেও ভর্তি হতে পারে। এবছরই প্রথম এই স্কুলের কেউ ঢাকা শহরে প্রথম পড়তে এসেছে বদরুন্নেসা কলেজে। এদের মাঝে আত্মপ্রত্যয় বাড়ানোর লক্ষ্যে Inner Wheel Club of Dhaka Cosmopolitan branding category তে centennial year এ ইনারহুইল লোগো সহ স্কুল ড্রেস প্রদান করে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Md Mizanur Rahman, Director and USAID

Md Abdul kashem Shohag and Maghnapar Dheebor school এর উদ্যোক্তা, এবং গ্রামের চ্যায়ারম্যান এই বছর Inner Wheel Club of Dhaka Cosmopolitan এর পক্ষ থেকে এদের জন্য Computer দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অবহেলিত মানুষের কাছে কম্পিউটার সরবরাহ করা শুধুমাত্র ডিজিটাল বৈষম্য কমানোর বিষয় নয়: এটি মানবতার হৃদস্পন্দনে প্রবেশ করার মতো যেখানে সবার মধ্যে বৃদ্ধি, সংযোগ এবং সুযোগের এক অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে। এমন এক পৃথিবীতে যেখানে প্রযুক্তি উদ্ভাবন। অবহেলিত সম্প্রদায়গুলোকে কম্পিউটার ব্যবহারের সুযোগ করে দেওয়া তাদেরকে বিশ্বব্যাপী আলোচনায় যাতে আমাদের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে কেউ পিছিয়ে না পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV