বাংলাদেশ রেলওয়ের অব্যাবস্হাপনার পরিবর্তনের জন্যই অভিনব ধর্মঘট।
৮দিন যাবৎ কমলা পুর রেল স্টেশনে মহিউদ্দিন রনির অবস্হান ধর্মঘট। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে থিয়েটার পারফরমেন্ট স্টাডিজ ডিপাটমেন্টে পড়া লেখা করছেন।
তিনি বলেন আমি যেই সিটটি ৬৮০ টাকায় বুক করেছি, সেই সিটটি আমার সামনে ১২০০ টাকায় বিক্রি করে দিয়েছে। এই অব্যাবস্হাপনার বিরুদ্বে তিনি সোচ্ছার হয়ে আজকের এই ধর্মঘট করছেন এইটার সমাধান না হওয়া পযন্ত তিনি তার ধর্মঘট চালিয়ে যাবেন।