লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপে এ যাবতকালের অন্যতম নাটকীয় ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো এভাবে এই জয়কে বর্ণনা করেছে। ফ্রান্সকে টাই ব্রেকারে পরাজিত করে লা আলবিসেলেস্তেরা তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। রোববার লুসাইল স্টেডিয়ামে ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী মেসির হাতে উঠলো বিশ্ব সেরার ট্রফি। ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর সংঘর্ষের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের মধ্য দিয়ে ‘দীর্ঘ প্রতীক্ষার’ অবসান ঘটানোয় লিওনেল মেসিকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। প্রযোজনা উপদেষ্টা: মনসুর রহমান পাশা। দেশ এবং বিদেশের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।
Leave a Reply