আল মায়ামী: ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের আয়োজনে রবিবার সন্ধ্যায় ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা বাংলাদেশ, আই, ডি,ই,বি ভবন মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন অত্র বারের সভাপতি এডভোকেট বি.এন. দুলাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ তৌহিদ উজ্জামান খান (দিপু)। সভায় ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের ২০২৪-২০২৫ইং সালের নব-নির্বাচিত ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোঃ আবু আমজাদ। ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নামের তালিকা নিম্নরূপ-সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা, সহ- সভাপতি, মোঃ আকিদুল ইসলাম খন্দকার, সহ- সভাপতি আলহাজ্ব গাজী মামুনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ রায়হান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আজহারুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রিপন কুমার বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আক্তার, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল হক, কার্যনিবাহী কমিটির সদস্যবৃন্দ আবু জাহিদ রনি, বিপ্লব হালদার, দীন ইসলাম, হাবিবা আক্তার, ইমরান আলম সিদ্দিকী রুবেল, মোঃ কাওছার আলম, মোঃ মাসুদ রানা, মোল্লা কামরুজ্জামান, শামীম আহমেদ, সঞ্জয় রায়, মোঃ সারোয়ার হোসেন পাটোয়ারী, জহিরুল কাইউম, জিয়াউদ্দিন সুজন, মোঃ তৌহিদ উজ্জামান খান (দিপু)। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট মোঃ সিদ্দিকুর রহমান মিঞা, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আনোয়ার হোসেনসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট বি.এন. দুলাল এবং সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুজ্জামান খান দিপু। বিদায়ী কমিটির সভাপতি বলেন, আমরা বিদায় নিলেও বর্তমান কমিটির পাশে সব সময় ছায়ার মতো থাকবো। বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমার মেয়াদকালে বারের কোন সদস্য বা সদস্যা কোন রকমের দুঃখ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তিনি আরো বলেন, আমরা নতুন কমিটিকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করে যাবো। তিনি নতুন কমিটির জন্য সকলের দোয়া কামনা করে বলেন, আগামীকাল সোমবার আমরা নতুন কমিটিকে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের বারে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। দায়িত্ব বুঝে নেয়ার পর বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে সভাপতি এডভোকেট মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply