সাদিয়া সুলতানা: আমার ভাইয়ের রক্তের বিনিময়ে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, যুবমহিলা লীগের অঙ্গ সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব, শামীম তালুকদার সহ আরো অনেকেই, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকলিমা আক্তারসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।
Leave a Reply