1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
মিয়া খলিফা - এখনই সময় টিভি
January 20, 2025, 9:32 am

মিয়া খলিফা

Reporter Name
  • Update Time : Friday, March 22, 2024
  • 231 Time View
ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক:
”মিয়া খলিফা”
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩১)
বৈরুত, লেবানন জাতীয়তালেবানিয় মার্কিন
অন্যান্য নাম মিয়া ক্যালিস্টা
শিক্ষাস্নাতক পেশা
প্রাক্তন পর্নোগ্রাফিক অভিনেত্রীসামাজিক মিডিয়া ব্যক্তিত্বওয়েবক্যাম মডেলপ্রাপ্তবয়স্ক মডেলক্রীড়া ধারাভাষ্যকার
কর্মজীবন২০১৪–২০১৯ (পর্নোগ্রাফি)
পরিচিতির কারণ পর্নহাব-এ প্রথম স্থানধারী (ডিসেম্বর, ২০১৪)
উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গী
অজানা (বি. ২০১১; বিচ্ছেদ. ২০১৬)
সঙ্গী রবার্ট স্যান্ডবার্গ (২০১৯-বর্তমান)
ওয়েবসাইট miakhalifa.com

মিয়া খলিফা (আরবি: ميا خليفة, জন্মঃ ফেব্রুয়ারি ১০, ১৯৯৩[১]), এছাড়াও মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত, একজন লেবানিয়-মার্কিন ইন্টারনেট সেলিব্রিটি,[২] ওয়েবক্যাম মডেল[৩] এবং প্রাপ্তবয়স্ক মডেল,[১] যিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনের জন্য পরিচিত।

বৈরুতে জন্ম নিয়ে খলিফা ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন। অক্টোবর ২০১৪ সালে তিনি পর্নোগ্রাফি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং ডিসেম্বরে পর্নহাব ওয়েবসাইট তালিকায় শীর্ষ স্থানে অবস্থান নেন। তার পেশা নির্বাচন মধ্যপ্রাচ্যে বিতর্কের বিষয় হয়েছিল, বিশেষ করে একটি ভিডিও, যেখানে তিনি ইসলামিক হিজাব পরিহিত অবস্থায় যৌনকর্ম সঞ্চালন করেছিলেন। যদিও এর প্রায় তিন মাস পরই তিনি পর্ন শিল্প থেকে অবসর নেন। বর্তমানে তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ করছেন।[৪]

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved
Theme Customized By LiveTV