আইবিসিইইপি বিগত বছর এর মতো এবারেও অয়োজন করেছে আইবিসিইইপি সাসটেইনেবিলিটি এবং সিএসআর অ্যাওয়ার্ডস। এবার এর আইবিসিইইপি সাসটেইনেবিলিটি এবং সিএসআর অ্যাওয়ার্ডস ২০২৩ এর শ্রেষ্ঠ সিএসআর কোম্পানি হিসেবে অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের পলি কেবলস ইন্ডাস্টিজ লিমিটেড।
বাংলাদেশ এবং ভারত এই দুই দেশ এর ইতিবাচক সমাজ পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষনে যে কোম্পানি গুলো প্রতিশ্রুতিবদ্ধ এবং যাঁদের লক্ষ্য হল অর্থনৈতিক সুযোগ তৈরি করা, প্রকৃতি রক্ষা করা এবং সুন্দর একটি পরিবেশ তাদের কর্মচারীদের উপহার দেয়া। যেখানে একটি সুস্থ পরিবেশে, সকল কর্মচারি মানসিক এবং শারীরিক সুস্থতার সাথে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ পায় এবং যাঁদের সামাজিক দায়বদ্ধতা অনশিকার্য, তাঁদের আইবিসিইইপি এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটির মাধ্যমে সন্মাননা প্রদান করে থাকে। এই পুরষ্কারগুলি দুই দেশের এমন কোম্পানি গুলোকে দেয়া হয় যারা এই প্রতিটা ধাপকে সুন্দর ভাবে সম্পন্ন করে থাকে, নৈতিকতা অনুশীলন করে এবং অন্যদেরও একই কাজ করতে উৎসাহীত করে থাকে ।
পুরষ্কার প্রাপ্তিতে পলি কেবলস ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জাকির হোসেন বলেন আমরা যারা বিজনেস এর সাথে জড়িত তারা কেউ এই সামাজিক দায়বদ্ধতার উর্দ্ধে না, আমাদের সবারই এই দায়বদ্ধতা থাকা উচিত। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের একটা সুন্দর পৃথিবী রেখে যেতে হবে। আইবিসিইইপি এর এই অ্যাওয়ার্ড আমাদের আগামী তে আরও ভালো কাজ এ অনুপ্রাণিত করবে।
Leave a Reply