দেশে অর্থনৈতিক চাপ আছে কিন্তু সংকট নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেছেন, “আইএমএফের নিয়ম অনুযায়ী, তিন মাসের আমদানির পরিমান রিজার্ভ থাকলেই যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে চার মাসের রিজার্ভ আছে।”
শনিবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা বলতে চাচ্ছি, আমাদের প্রবাসী ভাইয়েরা যদি বেশি করে রেমিট্যান্স পাঠায়, আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে চাপ থেকে মুক্ত হতে পারব। সবচেয়ে বড় কথা, বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি- রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ পূরণ করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার।
“আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ওই বিনিয়োগগুলো চলে এলে আমরা অনেকটা চাপমুক্তভাবে আগের মত করে আমদানি-রপ্তানি করতে পারব।”
আলুর দাম বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম।”
নিত্য প্রয়োজনীয় সবজির দাম নিয়ে তিনি বলেন, “সবজির দাম মানুষের নাগালের মধ্যে আছে; পিঁয়াজের দাম একটু বাড়তি আছে, আমরা ভারত কিংবা প্রতিবেশী দেশ থেকে পিঁয়াজ আমদানি করে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারি।
“কৃষকেরা বলেন তারা ন্যায্য মূল্য পান না, আবার শহরের ভোক্তারা বেশি মূল্যে সবজি ক্রয় করেন। সবজি পরিবহনের সময়ই এর দাম বেড়ে যায়। কৃষকের সবজি পরিবহন ব্যবস্থা সহজ করা গেলে, এই সমস্যার সমাধান হতে পারে।”
Leave a Reply