1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
অগ্রণী ব্যাংকের সিবিএ অফিস অনির্বাচিতদের দখলে - এখনই সময় টিভি
December 9, 2024, 9:42 am

অগ্রণী ব্যাংকের সিবিএ অফিস অনির্বাচিতদের দখলে

Reporter Name
  • Update Time : Thursday, September 26, 2024
  • 50 Time View

১৭ অক্টোবর ২০২৩ সালে নির্বাচনের মাধ্যমে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ কেন্দ্রীয় কমিটির নির্বাচনে খন্দকার মোঃ নজরুল ইসলাম সভাপতি ও আব্দুল হালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৫ আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পরে নিয়ম বহির্ভূতভাবে নির্বাচিত সিবিএ অফিস জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগঠন অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি অনির্বাচিতদের দখলে চলে যায়। যা ব্যাংকিং সেক্টরে কারো কাম্য নয়। যারা দখলে নেন শামীম হোসেন ও আরিফ হোসেন প্রশ্নের জবাবে বলেন, সারাদেশে যা হল এখানেও তাই হল। এ বিষয় নিয়ে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা বলেন, কেউ অনিয়ম করলে আইনের আশ্রয় নিতে পারেন, বেআইনীভাবে কারো থাকার সুযোগ নেই। উক্ত বিষয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক তরিকুল আলম বলেন, আইনগতভাবে নির্বাচিত কমিটি অবশ্যই বৈধ। যারা দখলে নিয়েছে তাদের কোন বৈধতা আছে বলে মনে হয় না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রম আইনে অবশ্যই এর সমাধান আছে। এক পর্যায়ে আমাদের মুখোমুখি হন নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হালিম। তিনি বলেন সিবিএ অফিস কোন চর দখলের জায়গা নয়, আমরা এইটা কখনও প্রত্যাশা করি না। এখানে নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালিত হয়। প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে বার বার রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে কিন্তু কখনও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত সমাধাণ করবেন। রিপোর্ট করেছেন চৌধুরী আসিফ ইকবাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV