1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ - এখনই সময় টিভি
December 9, 2024, 9:24 am

মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

এখনই সময় টিভি ডেস্ক
  • Update Time : Friday, September 27, 2024
  • 17 Time View

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবি হজরত মোহাম্মদকে (সা.) অবমাননা করার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধব হয়েছে। এসব কর্মসূচি থেকে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানের শাস্তি দাবি করেছেন আন্দোলনকারীরা। তা না হলে তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বগুড়া : সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধব কর্মসূচি পালন করা হয়েছে। শজিমেক হাসপাতাল চত্বরে রাসূল (সা.) প্রেমিক ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের সাতমাথায় এসে মুক্তমঞ্চে বিক্ষোভ করেন।

বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ববির মূল ফটকের সামনে এ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ফরিদপুর : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV