দেশের স্বনামধন্য রিয়েল স্টেট কোম্পানী নতুন ধারা প্রেজেন্টস, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ২ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলের বলরুমে। বসেছে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের তৃতীয় আসন। ২০২৩’র মাঝামাঝি থেকে ২০২৪’র জুলাই পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাকটিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে উঠেছে এই পুরস্কার। সঙ্গে হয়েছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের ড্রিমস শোবিজ ও ফিউচার শাইন বিউটি একাডেমি আয়োজিত এই আসরে সেলিব্রিটি গেস্ট অব অনার হিসেবে চিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। এবার বিভিন্ন ক্যাটাগরীতে শোবিজের ২২জন শিল্পীর হাতে উঠেছে এই পুরস্কার। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সুপরিচিত ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক। বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, এই ধরণের অ্যাওয়াড প্রোগ্রাম তরুণদের সাহস যোগায় ও প্রত্যেকটা অ্যাওয়ার্ড পাওয়া মানুষদের দায়িত্ব আরো বেড়ে যায়। তিনি এই প্রোগ্রামে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালযের ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নতুনধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বাইফা অ্যাওয়ার্ডে চিফ অ্যাডভাইজার ড. মোহাম্মদ সাদী উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানমসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এর ফাউন্ডার শাহরিয়ার স্বপন। এবারই প্রথম এই অ্যাওয়ার্ডে ভূষিত হন বিশিষ্ট লেখক, গবেষক, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সুপরিচিত মুখ রিফাত মাহবুব সাকিব। তিনি ইতিপূর্বে গত ২৬ শে অক্টোবর শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৫১তম জন্ম বার্ষির্কী অনুষ্ঠানে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হন।
Leave a Reply