৪র্থ Achievers award এ এইবার প্রথমবারের মতো “Tourism sector”outstanding performance award পেয়েছেন Abdullah Al Mamun CEO Ural Bangladesh.
যিনি কাজের পাশাপাশি বিভিন্ন নারীশিশু ও স্বাস্থ্যখাত নিয়ে বিশেষ ভাবে আর্থসামাজিক উন্নয়ন এর জন্য নিরলস ভাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
গত শনিবার ২ নভেম্বর রাজধানীর Lekeshore Hotel আয়োজিত জমকালো এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে পুরষ্কার প্রদান করে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।Chief Guest Dr.Abdul Hannan Chowdhury Chairman grameen bank And VC North South University.Special guest Dr.Shadi Uz zaman Managing director “নতুনধারা গ্রুপ” and Chief adviser of Bifa,Dr.Hamida khanom PHD Department of Zoology University of Dhaka এবং আরো অনেকে।
এ নিয়ে ৪ বছর ধরে Achievers ৫০ জন এওয়ার্ড নমিনি কে বিশেষ পুরস্কার দিয়ে প্রদান করেছে। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে ছিল জনপ্রিয় তারকাদের নাচ,গান এবং Fashion show.
Leave a Reply