1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
আলকুরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দি হয়ে জাতির মানুষ দুর্ভোগ ও অশান্তি কাল কাটাচ্ছে - আমীর, ইসলামী সমাজ - এখনই সময় টিভি
December 9, 2024, 9:10 am

আলকুরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দি হয়ে জাতির মানুষ দুর্ভোগ ও অশান্তি কাল কাটাচ্ছে – আমীর, ইসলামী সমাজ

Reporter Name
  • Update Time : Saturday, November 16, 2024
  • 44 Time View

মঞ্জুর: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা দুনিয়ার জীবনে দুর্ভোগ ও অশান্তি এবং আখিরাতে জাহান্নামে যাওয়ার পথ। তিনি বলেন, গণতন্ত্রে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব জনগণের, আইন-বিধান সংসদ সদস্যগণের এবং শাসন-কর্তৃত্ব মন্ত্রীগণ তথা সরকারের যা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সুস্পষ্ট শিরক-ক্ষমার অযোগ্য মহা অপরাধ। মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তত্বকে চরম দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির কারণেই মানুষের জীবনে বৈষম্যের মাত্রা দিন দিন বেড়ে চলছে। তিনি বলেন, মানব রচিত ব্যবস্থা বহাল রেখে দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। ‘ইসলামী সমাজ’ এর ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল জনাব মুহাম্মাদ ইয়াছিন এর সঞ্চালনায় ১৬ নভেম্বর ২০২৪ইং, শনিবার, সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে “আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্তির উপায়” বিষয়ে অনুষ্ঠিত বিশেষ মানববন্ধনে ইসলামী সমাজ’ এর আমীর বলেন, বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় দেশ ও জাতির মানুষ আলকুরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দি হয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। তিনি বলেন, আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধানের ভিত্তিতে তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর অনুসরণ ও অনুকরণে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ফলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। এ লক্ষ্যে ‘ইসলামী সমাজ’ গণস্ত্র ও আলকুরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ এবং দৃঢ় অবস্থান গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শাস্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরীক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে তিনি সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধান প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রচেষ্টায় শামিল হওয়ার আহ্বান জানান। মানববন্ধনে শান্তিপূর্ণ ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সমূহ: ১ম দফাঃ ২৩ নভেম্বর ২০২৪ ইং, শনিবার কিশোরগঞ্জ জেলা শহর, ০৯ ডিসেম্বর ২০২৪ ইং, সোমবার, বরিশাল মহানগর এবং ১৬ ডিসেম্বর ২০২৪ ইং, সোমবার, “ঢাকা মহানগর উত্তর” এ বিকাল ৩টায় মানবাধিকার সমাবেশ। ২য় দফাঃ ২৫ নভেম্বর ২০২৪ ইং গাবতলী থেকে, ১৭ ডিসেম্বর ২০২৪ ইং শ্যামপুর থেকে এবং ৩০ ডিসেম্বর ২০২৪ইং বনানী থেকে জাতীয় প্রেসক্লাব অভিমূখে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা । ৩য় দফা: ইসলামী সমাজ গঠিত টিম ভিত্তিক দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা এবং সংগঠনের আমীর সাহেবের দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক সফর ও কর্মীসভা করা হবে ইনশাআল্লাহ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলয়মান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, আবু বকর সিদ্দিক ও মোঃ নুরুদ্দিন,আবু জাফর মোহাম্মাদ সালেহ্ সহকারি দায়িত্বশীল-ঢাকা মহানগর দক্ষিণ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV