পূর্বাচলের ৩০০ ফিট যেন লাশের ডাম্পিং পয়েন্ট। ঢাকার উপকণ্ঠে ঘটে চলেছে একের পর এক অপরাধের ঘটনা । বিশাল এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর নেই কোন তৎপরতা তাদের তদারকির মধ্যে দেখা যায় দায় সারা ভাব। এসব কারনে খুন,ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, মারামারিসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেই চলছে দিনের পর দিন। গত ৮ বছরে এ ধরনের অপরাধমূলক ঘটনার স্বীকার হওয়ার মধ্যে একুশটিরও বেশি লাশ উদ্ধার হয়েছে। ২০১৭ সালের ২রা জুন পূর্বাচলে অস্ত্র, গোলাবারুদ ও মারাত্মক ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছিলো। তখনকার বিশেষজ্ঞদের মতে যুদ্ধে ব্যাবহার উপযোগী ছিল অস্তরগুলো। বড় কোন উদ্দেশ্যে কোন জনগোষ্ঠী এসব অস্ত্র সংগ্রহ করেছিলো এই বিধ্বংসী মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্র। রকেট লঞ্চারসহ অনেক গোলাবারুদ উদ্ধার করা হয়েছিলো। এ ধরনের অস্ত্র গোলাবারুদ উদ্ধার দেশের জন্য হুমকিসরূপ । আজ পর্যন্ত পুলিশ এ রহস্য উদঘাটন করতে পারে নি । নির্জন ও সেফজোন হওয়ায় বাহিরে হত্যার পর নির্বিঘ্নে লাশ ফেলে রেখে যায় এসব স্থানে। বিশ্বের অন্যতম আধুনিক শহর পূর্বাচল উপশহর রাজউক এর অধীনে গড়ে ওঠা পূর্বাচলের সিংহভাগ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গড়ে উঠলেও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকেও কিছু অংশ পূর্বাচলে নেয়া হয়েছে । পূর্বাচলে দৃষ্টিনন্দন ৩০০ ফিট সড়ক দেখলে যে কারও মন কাটতে বাধ্য। তাইত শহরের বেস্ততা থেকে একটুখানি অবসরের আশায় ভ্রমণ পিয়াশুরা বেড়াতে আসেন পূর্বাচলে। পূর্বাচল উপশহর ঢাকাসহ আশেপাশের বাসিন্দাদের ঘুরে বেড়ানোর জন্য অন্যতম পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। পূর্বাচলকে ঘিরে গড়ে উঠেছে লোভনীয় সব ফাস্ট ফুড, হাঁসের মাংস, চিতল পিঠা চাপটি, খেলনার দোকান, মিষ্টির দোকান, নানা ধরনের পিঠা ও নানা ধরনের কাঁচা শাক-সবজির দোকানসহ হরেক রকমের কয়েক হাজার দোকানপাট। দিনের আলো সন্ধ্যার দিকে পূর্বাচল পর্যটকে মুখরিত থাকলেও সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে নেমে আসে ঘুট ঘুটে অন্ধকার। সুনসান নীরবতা । রাত যতই গভীর হতে থাকে ততই বারতে থাকে নীরবতা ; রীতিমতো গাঁ ছমছমে পরিবেশ । ৩০০ ফিট সড়কে সড়ক বাতি থাকলেও পূর্বাচলের ভেতরের শাখা রাস্তাগুলোতে কোন সড়ক বাতির বেবস্থা নেই। এই কারনে ভেতরের রাস্তাগুলো থাকে নীরব ও সুনসান । নীরব ও সুনসান জায়গায় অপরাধীদের অপরাধ করার জন্য উত্তম স্থান । তাই পূর্বাচল উপশহরে ঘটেই চলছে একের পর এক অপরাধযোগ্য । পূর্বাচলের বিশাল এরিয়াতে আইনশৃঙ্খলাবাহিনীর পর্যাপ্ত তৎপরতা না থাকায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়েই চলছে দিনের পর দিন । গত ৮ বছরে পূর্বাচল থকে একুশটিরও বেশি লাশ উদ্ধার করা হয় । বর্তমানে পূর্বাচল উপশহর ডাম্পিং পয়েন্টে পরিণত হয়েছে। হত্যার পর লাশ ফেলা হয় পূর্বাচলের নির্জন স্থানে । ৮ বছরে পূর্বাচলের বিভিন্ন এলাকা থকে ২১টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সর্বশেষ চলতি বছরের ১৩ই নভেম্বর সকালে জসীম উদ্দিন নামে নারায়ণগঞ্জের এক শিল্পপতির লাশ পূর্বাচলের ৫ নং সেক্টরের একটি লেক থেকে ৭ টুকরো করা লাশ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply