1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান - এখনই সময় টিভি
January 20, 2025, 8:08 am

উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Monday, December 2, 2024
  • 38 Time View
উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান

শতাধিক উদ্যোক্তাকে নিয়ে উদ্যোক্তার হাট এওয়ার্ড ২০২৪ প্রদান করেন আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক নাসিম আনোয়ার। লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী বলেন যারা পণ্য বা আইডিয়া বিক্রি করে অর্থ উপার্জন করেন, করার চেষ্টা করছেন অথবা অন্যকে উৎসাহিত করছেন তাঁরা, এককথায় বলতে গেলে চাকুরীবাদে যারা বিভিন্নভাবে নিজস্ব প্রচেষ্টায় অর্থ উপার্জনের সাথে জড়িত তাদেরকে আমরা উদ্যোক্তা মনে করি এবং সেই সকল উদ্যোক্তাদের স্বীকৃতি এবং উৎসাহ প্রদানের জন্য আজকের আয়োজন উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড ২০২৪। লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন আমার তৃনমূল থেকে শুরু করে বড় বড় শিল্পপতি উদ্যোক্তাদের একই মঞ্চে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কনসালটেন্ট ফোরাম দি রিপাবলিক অব সার্বিয়া মিস্টার মিলান ক্রিস্টোনিস, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ সংগীতশিল্পী ও সংগঠক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্যাহ, এসএ প্লাইউড কোম্পানির চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ্জামান, সুফিয়ানস লিমিটেডের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, দেওয়ান গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাইদুল দেওয়ান, ড্রীমল্যান্ড সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক খান জাকির হোসেন দারা,, ব্রাইট এগ্রো গ্রুপের চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম নাসির, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাহাত মিয়া, বিএমএ কমিউনিকেশনের চেয়ারম্যান মেহেদী এইচ স্রোত, আনন্দ বাজার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাদেক সিদ্দিকী, জাহানারা এন্টারপ্রাইজের মোঃ জিল্লুর রহমান, এডি মাল্টিমিডিয়ার কর্নধার স্বপন আহমেদ জয় সহ অনেকে।

বিভিন্ন ক্যাটাগরীতে এ্যাওয়ার্ড গ্রহণ করেন মিস বাংলাদেশ ২০২৪ ফেরদৌসী তানভীর ইচ্ছা, ইফ্লুয়েন্সার লায়লা, চিত্রনায়িকা ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি, চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা তানিন সুবহা, চিত্রনায়িকা আঁখি চৌধুরী, চিত্রনায়ক অনিক রহমান অভি,নৃত্যপরিচালক ইউসুফ খান, অভিনেত্রী ও মডেল মাফতুহা জান্নাত জীম, অভিনেতা কবির টুটুল, জাহিদ চৌধুরী, মডেল সাবরিনা শানু লাকি, সুমাইয়া নদী, দৈনিক জনকন্ঠ পত্রিকার রিপোর্টার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ, ডিরেক্টর অব ফটোগ্রাফার হারুন অর রশিদ তুষার, বিউটি এক্সপার্ট নুসরাত আক্তার মীম, বাবলী আক্তার, মীম আক্তার, রোমানা আফরোজ সুখী, মীর জান্নাতুল ইসলাম, নারী উদ্যোক্তা ও অভিনেত্রী নাবিলা চৌধুরী, তানহা হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল খায়ের সবুজ, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সোনিয়া আক্তার স্মৃতি সহ অনেকে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইয়াং স্টার সিজন ২ চ্যাম্পিয়ান জাহিদ অন্তু,নাসরিন আক্তার মুক্তা, মহুয়া লিপি, মোস্তাক আহমেদ, শিলা মল্লিক, শিল্পী আক্তার রিয়া, নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা আঁখি চৌধুরী, অনিক রহমান অভি, অর্পিতা মন্ডল শ্রেয়া, আমেনা পারভীন রুপা, রিয়া মনি রিতু সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন রহমান এবং সাজু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved
Theme Customized By LiveTV