ইতিহাসের ধারক ও বাহক মতিঝিলের পূবালী ফিলিং ষ্টেশন। সেই ১৯৬২ সাল থেকে ঐতিহ্যের সাথে দিন রাত সেবা দিয়ে যাচ্ছে। গুনে মানে ও সততার সাথে আপোষহীন ভাবে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। যুগের পর যুগ ধরে সরকারি বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন!জাতির অনেক ক্রান্তিকালেও পূবালী ফিলিং স্টেশন বিরতিহীন ভাবে সেবা প্রদান করেছে!যথারীতি রাষ্ট্রের উন্নয়নে যথার্থ ভূমিকা রেখে চলছে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে উক্ত প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দেশ ও জাতির উন্নয়নে ও কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাঙালি আত্মসম্মান রক্ষার্থেএবং স্বাধীনতা কে অক্ষুন্ন রাখতে অতন্দ্র প্রহরীর মত নিজের জীবন দিতে প্রস্তুত থাকে। যার সুস্পষ্ট প্রমাণ জুলাই আগস্ট এর বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন। রিপোর্ট করেন চৌধুরী আসিফ ইকবাল। ক্যামেরায় ছিলেন সীমান্ত খান সাকিল।
Leave a Reply