1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
  2. admin@facfltd.com : facfltd :
গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন - এখনই সময় টিভি
March 12, 2025, 4:56 am

গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Sunday, February 2, 2025
  • 56 Time View

মোঃ মামুন: গতকাল ২রা ফেব্রুয়ারী ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলায় সাগর-রুনি মিলনায়তনে গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক কামাল হোসেন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কাজী আশরাফুজ্জামান হাসু, একলাস, খায়রুল বারী, রফিকুল ইসলাম বাবু, মহিউদ্দিন মহি, জাকির, আবুল কালাম, ইসমাইল হোসেন হিরু প্রমুখ। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, গতকাল ০১-০২-২০২৫ ইং শনিবার রিপোর্টার্স ইউনিটে জালাল আহাম্মেদ জসিম নামে একজন ব্যবসায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন গাউসুল আজম মার্কেট ও আমার নিজস্ব কোন দোকান নেই এবং আমি নাকি সমবায় সমিতি লিমিটেডের নিয়ম বহির্ভুত ভাবে অত্র মার্কেট সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। গাউসুল আজম মার্কেট নিচতলা ৩৩২ নং দোকানটি আমার নিজের। আমি সমবায় সমিতি লিঃ নিয়মনীতি অনুসরণ করে গাউসুল আজম মার্কেট এর সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছি।  সংবাদ সম্মেলনে বিভিন্ন দোকানে তালা দেওয়ার বিষয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তার দায়িত্ব গ্রহণ কালে বেশ কয়েকটি দোকান তালাবদ্ধ অবস্থায় পাই । এই প্রতিষ্ঠানগুলোতে কে বা কারা তালাবদ্ধ করেছে সেই বিষয়ে আমি অবগত নই। বরং আমি দায়িত্ব গ্রহণ করার পর তালাবদ্ধ প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়ার ব্যবস্থা করি। সংবাদ সম্মেলনে জালাল আহাম্মেদ জসিম তার ১৪ টি দোকানে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার বিষয় আমাকে জড়িয়ে যে তথ্য প্রদান করেছেন তা সঠিক নয়। বিদ্যুতের বকেয়া বিলের কারণে সমিতির সিদ্ধান্ত মোতাবেক তার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। ছাত্র নেতা মো: হোসেন মিথুনকে জড়িয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা যে চাঁদার কথা উল্লেখ করা হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। আমার সুনাম নষ্ট করার জন্য ও আমাকে সকলের সামনে হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি গত কালকের সংবাদ সম্মেলন করেছেন। আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম । আমার সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান বিষয়ে আপনারা খোঁজ খবর নিলে একটি সম্মুখ ধারণা পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারো ক্ষতি করার মনোবৃত্তি নিয়ে অত্র মার্কেট সমিতির দায়িত্ব গ্রহণ করি নাই । দোকান মালিক ও ব্যবসায়িদের স্বার্থ রক্ষা আমার প্রধান উদ্দেশ্য । দেশের একজন নাগরিক হিসাবে সত্যের পক্ষে অবস্থান আমি প্রত্যাশা করি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV