1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
৫ মাসে তৈরি হওয়া স্টেডিয়াম দেখে শান্ত বললেন, ‘এটা অবিশ্বাস্য’ - এখনই সময় টিভি
May 9, 2025, 3:04 pm

৫ মাসে তৈরি হওয়া স্টেডিয়াম দেখে শান্ত বললেন, ‘এটা অবিশ্বাস্য’

Reporter Name
  • Update Time : Friday, May 31, 2024
  • 149 Time View

কয়েক মাস আগেও এটি ছিল খোলা এক প্রান্তর। স্রেফ পার্কের একটি মাঠ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোও দেখেছিলেন নাজমুল হাসেন শান্ত। সেখানে এসেই এখন চমকে গেছেন বাংলাদেশ অধিনায়ক। এবড়োখেবড়ো সেই খোলা মাঠই যে এখন রূপ নিয়েছে দারুণ এক ক্রিকেট স্টেডিয়ামে। কাছ থেকে দেখেও যেন বিশ্বাসই করে উঠতে পারছেন না তিনি।

প্রায় ৫ মাসে তৈরি হওয়া নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঐতিহাসিক যাত্রা শুরুর সঙ্গী হচ্ছেন শান্তরা। শনিবার এখানেই ভারতের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ।

বলা হচ্ছিল, আইসিসির সবচেয়ে উচ্চভিলাসি প্রকল্পগুলোর একটি এটি। সেখানে তারা দারুণভাবেই সফল। পার্কের এক সাধারণ মাঠকে ৫ মাসের মধ্যে ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার বিশ্বকাপ ভেন্যুতে রূপ দেওয়া হয়ে গেছে। গত ১৫ মে স্টেডিয়ামের উদ্বোধন করেন বিশ্বের দ্রুততম মানব ও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত উসাইন বোল্ট। এরপর এখানে কিছু কমিউনিটি ক্রিকেট ম্যাচ ও ইভেন্ট আয়োজন করেছে আইসিসি। তবে মাঠের সত্যিকারের পথচলা শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে।

বিশেষ এই উপলক্ষের আগে দুই দলের অধিনায়ক শান্ত ও রোহিত শার্মা ঘুরে দেখেছেন এই মাঠ, উইকেটসহ সবকিছু। সেসবের সঙ্গে তাদের প্রতিক্রিয়া নিয়ে ভিডিও প্রকাশ করেছে আইসিসি।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠে গিয়ে উইকেট পরখ করে দেখছেন শান্ত। অবাক চোখে তিনি তাকিয়ে দেখছেন গ্যালারি ও চারপাশ। বাংলাদেশ অধিনায়কের সেই বিস্ময়টা ফুটে উঠল কণ্ঠেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV