প্রাণিসম্পদ অধিদপ্তর খামারিবান্ধব নয় অভিযোগ করে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেছেন, তারা খামারিদের কোনো সহযোগিতা করছে না।
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকার দুইজন খামারি প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের সহযোগিতা না পাওয়ার দাবি করে তাদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন।
আর সংগঠনের সভাপতি ইমরান হোসেন চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা চিকিৎসদের দিতে হচ্ছে দাবি করে ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ করেন।
এদিন সকালে সিরডাপ মিলনায়তনে বিডিএফ নেতারা যখন অধিদপ্তরের সহায়তা না পাওয়ার বিষয়ে এসব অভিযোগ করছিলেন, তার কাছাকাছি সময়ে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘খামারিরাই প্রাণিসম্পদ খাতের প্রকৃত সেলিব্রেটি’ বলে তাদের অবদানের কথা তুলে ধরেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো:আব্দুর রহমান।
বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উপলক্ষে ‘ডেইরি আইকন সেলিব্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে দেশের দুগ্ধ খাতের ৫১ জন সফল খামারি ও উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
খামারিদের এ ধরনের সম্মাননা প্রদান তাদেরকে দুগ্ধ উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং এ খাতের উন্নতি উত্তরোত্তর বাড়বে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সরকার দেশে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়ানোর মাধ্যমে জনসাধারণের প্রয়োজনীয় প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং এ খাতকে রপ্তানিমুখী করে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
দুগ্ধ খামারিদের সংগঠন বিডিএফের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রেয়াজুল হককে মোবাইল ফোনে কল করে এবং এসএমএস দিয়েও সাড়া পাওয়া যায়নি।
পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দরকে ফোন করা হলে তিনি নতুন দায়িত্ব নিয়েছেন জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গেই যোগাযোগের পরামর্শ দেন।
পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের (পরিচালক) উৎপাদন এবিএম খালেদুজ্জামানকে ফোন করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে চাননি। তিনিও মহাপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ।
দুগ্ধ খামারিদের সংগঠন বিডিএফ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা, কোরবানির আগে চোরাইপথে গরু আসা বন্ধ এবং গুঁড়ো দুধের শুল্ক বাড়ানোর দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি এ কে এম নাজীব উল্লাহ, সহসভাপতি আলী আজম শিবলী, সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান, অর্থ সম্পাদক জাফর আহমেদ পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে জামাল হোসেন নামে একজন খামারির অভিযোগ, “আমাদের গরু অসুস্থ হলে ডাক্তারদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।”
মোহাম্মদপুরের আদাবরের খামারি রা ।