1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
  2. admin@facfltd.com : facfltd :
আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি ...... লায়ন গনি মিয়া বাবুল - এখনই সময় টিভি
March 14, 2025, 4:36 pm

আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি …… লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name
  • Update Time : Sunday, July 14, 2024
  • 111 Time View

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি। প্রশাসনসহ সমাজের প্রায় সর্বত্র দুর্নীতির কারণে জনদুর্ভোগ বাড়ছে। দেশের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রার জন্যে দুর্নীতিবিরোধী অভিযান আরো জোরদার করতে হবে। প্রত্যেককে স্বীয় দায়িত্ব সততা, দক্ষতা ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে। মানুষের মানবিক মর্যাদা, সমতা ও সুশাসন নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্টদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে। আদর্শ সমাজ গঠনে সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে কল্যাণবোধ, মানবতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ জুলাই শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘ আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা নাজমুন নাহার জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু।
আলোচনা শেষে শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান সহ কয়েকজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV